Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

আইইডি কি? দেখুন আইইডি বোমার ৩টি ছবি

$
0
0

সিলেটের আতিয়া মহলের জঙ্গি বিরোধী অভিযানের আলোচিত বিষয় ছিল আইইডি। অপারেশন টোয়াইলাইটের প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেছেন, জঙ্গিদের কাছে স্মল আর্মস ও আইইডিসহ প্রচুর পরিমাণের বিস্ফোরক রয়েছে। এই আইইডি’র সাথে পরিচিত নয় দেশের সাধারণ মানুষ। আইইডিকে বলা যেতে পারে জঙ্গিদের প্রধান হাতিয়ার। বিশ্বের প্রায় সকল জায়গায় জঙ্গিরা এটি ব্যবহার করে থাকে।

আইইডি
কামানের মতো আইইডি। সাথে মোবাইল ফোন সংযুক্ত

আইইডি’র পুরো নাম হচ্ছে  ইমপ্রভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (IED: Improvised Explosive Device)। এটি এমন একটি বিস্ফোরক দ্রব্য, যা স্বল্প সময়ে সহজেই তৈরি করতে পারে। এক প্রকারের বোমা বিশেষ হচ্ছে আইইডি।

আইইডি
বক্সের ভিতরে আইইডি

প্রচলিত পদ্ধতি সামরিক বাহিনীতে এধরণের বোমা তৈরি করা হয় না। এ বোমাটি কোন সময় দেখতে কামানের শেলের মতো আবার কোন সময় দেখতে বাক্স বা স্যুটকেসের মতো। এর সাথে বিস্ফোরক ঘটানোর ব্যবস্থা যুক্ত থাকে।

সাধারণত আইইডিকে গাড়ি বোমা অথবা রাস্তার  পাশে বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার করা হয়। তার সাথে আইইডিকে টাইম ও রিমোর্ট কন্ট্রোল বোমা হিসেবে ব্যবহার করা যায়। এমন কি এটিকে মোবাইল ফোনের তরঙ্গের দ্বারাও এ বোমার বিস্ফোরণ ঘটানো যায়।

স্যুটকেসের ভিতরে স্থাপিত আইইডি
স্যুটকেসের ভিতরে স্থাপিত আইইডি

বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সকল জঙ্গি বাহিনী এবং অপ্রচলিত যুদ্ধে গেরিলা বাহিনী ও কমান্ডোরা আইইডি ব্যবহার করে। ইরাক এবং আফগানিস্তানে বোমা হামলায় যেসকল লোক মারা যান, তাদের মধ্যে ষাট শতাংশ কে এ বোমাটির ব্যবহারের মাধ্যমে  হত্যা করা হয়। সম্প্রতি বাংলাদেশে এ বোমার আবির্ভাব ঘটে। বাংলাদেশে নাশকতা চালানোর উদ্দেশ্য জঙ্গিরা এটির ব্যবহার শুরু করেছেন।

তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।   

The post আইইডি কি? দেখুন আইইডি বোমার ৩টি ছবি appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles