Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

নববর্ষ। পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময়ের এসএমএস

$
0
0

আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তাদের সাথে পহেলা বৈশাখীর শুভেচ্ছা বিনিময় করতে পহেলা বৈশাখীর দারুণ কিছু এসএমএস দিলাম। আপনার পছন্দের এসএমএস টি কপি করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি পাঠান। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আপনার সকল বন্ধুদেরকে বাংগালী নববর্ষের শুভেচ্ছা জানান। বন্ধুদের সাথে সহজে শুভেচ্ছা বিনিময়ে করতে আপনার জন্য কিছু রেডি এসএমএস। শুরু করুন। 


০১

পুরানো সব স্মৃতি করে ফেল ইতি,
পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট,
পুরানো সব বেদনা আর মনে রেখোনা,
পুরোনের হয়েছে মরণ নতুন করে কর বরণ,
সব কিছু মুছে ফেল মন থেকে,
তাকাও নব সুর্যের দিকে।
সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। 
তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচ্ছা। 
—–শুভ নববর্ষ—-


০২

দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে। 

—- শুভ নববর্ষ —-


০৩

ফুল ফুটেছে বনে বনে…
ভাবছি তোমায় মনে মনে…
বলছি তোমায় কানে কানে…
—- শুভ নববর্ষ —-


০৪

পান্তা ইলিশ আর ভর্তা বাজি বাঙ্গালীর প্রাণ..
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান..
এসো হে বৈশাখ এসো এসো..
— শুভ নভবর্ষ —


০৫

নতুন আশা নতুন প্রান ♥

নতুন হাসি নতুন গান ♥

নতুন সকাল নতুন আলো ♥

নতুন দিন হোক ভালো ♥

দুঃখকে ভুলে যাই ♥

নতুনকে স্বাগত জানাই ♥ 

শুভ নববর্ষ heart


০৬

নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা।


০৭

চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন ভেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…!

#শুভ নববর্ষ


০৮

নিশি অবসান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বষড় সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ


০৯

বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে । ……………….. শুভ নববর্ষ….


১০

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ_নববর্ষ


১১

একটু আলো, একটু আধার বাতাস গুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৪ এর পদার্পনে এস শানিত হই নব প্রাণে। 


১২

আধার ভেদ করে সূর্য কিরণ প্রতি জীবন দুয়ারে পৌঁছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর! শুভ নববর্ষ।


১৩

তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি Happy new year. Good bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের,নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা !! ধন্যবাদ

 

১৪

♥ইলিশ মাছের ৩০ কাঁটা, বোয়াল মাছের দাড়ি.♣!!!

♥বৈশাখ মাসের ১ তারিখে, আইসো আমার বাড়ি.♣!!!

♥ছেলে হলে পানজাবী, মেয়ে হলে শাড়ি!!

♥করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি!!!

[[আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল]]


১৫

ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সব মলিনতা । বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ, মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ।মিষ্টি মন মিষ্টি হাঁসি।শুভেচ্ছা জানাই রাশি রাশি। 


১৬

উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দধারায় সবাই হবে বাধনহারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝরে। শুভ নববর্ষ !!


১৭

বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রিষ্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল ! *শুভ নববর্ষ*


১৮

তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ !. Good bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের,নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা !


১৯

কালকে করিনা ম্যাসেজ ছিলনা ফোনে পয়সা.. আমি জানি আজ পাঠাবো রেখেছি মনে ভরসা !! নতূন বছরে ফোন করবে আমাকে করবে কেয়ার.. ভালবেসে বলছি তোমায় … শুভ নববর্ষ !


২০

বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল ! তাই তোমায় Wish করতে মন হল বেকুল ! শুভ নববর্ষ। 


২১

নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি, শুভেচ্ছা জানাইরাশি রাশি॥ শুভ নববর্ষ !!


২২

পুরানো সব স্মৃতি করে ফেল ইতি,পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না, পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ !!


২৩

দিন যদি চলে যায়দিগন্তের শেষে রাতযদি চলে যায় তারারদেশে ভেব না বন্ধুআমি থাকব তোমাদেরপাশে। !!! শুভ নববর্ষ !!


২৪

ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে শুভ নববর্ষ ১৪২৪। 


২৫

মুছে যাক সকল কলুষতা, শান্তির বার্তা নিল খামে পাঠালাম সুদিনের সুবাতাস, তোমায় দিলাম শুভ নববর্ষ ১৪২৪


২৬

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ ১৪২৪


২৭

নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা,নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুকহর্ষ। শুভ হোক নববর্ষ।সবাইকে নববর্ষের শুভেচছা।


২৮

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম, বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর আনন্দময়! এই কামনায় তোমাদের জানাই শুভ_নববর্ষ। 


২৯

বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে । ……………….. শুভনববর্ষ…..


৩০

ফুল ফুটেছে বনে বনে…ভাবছি তোমায় মনে মনে…বলছি তোমায় কানে কানে… শুভ নববর্ষ


পুরোনো যত হতাশা, দুঃখ,অবসাদ, নতুন বছরসেগুলোকে করুক ধূলিস্যাৎ।সুখ, আনন্দে মুছে যাক সকলযাতনা। *শুভপহেলা বৈশাখ-১৪২..*

The post নববর্ষ। পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময়ের এসএমএস appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles