Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

মেমোরি কার্ড ভালো রাখার ১০ টি টিপস

$
0
0

মেমোরি কার্ড

বর্তমান সময়ে মেমোরি কার্ড ব্যবহারের অপরিহার্য অংশ। মোবাইলে মেমোরি কার্ড না থাকলে কেমন জানি শুধু খালি খালি লাগে। অনেক কিছু থাকার পরেও মনে হয় কিছুই নেই। এই মেমোরি কার্ডে সংরক্ষিত থাকে আমাদের নানান বিধ তথ্য, ছবি, ভিডিও, গান ও ডুকুমেন্ট। কিন্তু শখের মেমোরি কার্ডটি হঠাৎ করেই নষ্ট হয়ে যায় তখন সব ফাইল হারিয়ে আফসোস করার ছাড়া আর কিছু থাকে না। কিন্তু আপনি কিছু কলা কৌশল প্রয়োগ করে এটিকে ভালো রাখতে পারেন।

প্রথমে: ভালো মেমোরি কার্ড কিনার টিপস…

ভাল মেমোরি কার্ড কেনার জন্য ৪টি তথ্য মাথায় রাখবেন।

০১. মেমরো কার্ড কিনার পূর্বে বুঝে নিন আপনার কেমন স্পের প্রয়োজন এবং আপনার মোবাইল কত জিবি পর্যন্ত সমর্থন (সাপোর্ট) দেয়। উদাহরণ স্বরূপঃ আপনি যদি ১ জিবি মেমোরি কার্ড কিনেন তাহলে এর মধ্যে আপনি ৯৭০ MB পাবেন।

০২. মেমোরি কার্ডের পিছনের অংশ মানে যেমানে তামার পাত দেওয়া থাকে সে অংশে যদি বিভিন্ন সংযোগ চিহ্ন বোঝা যায় তবে তা না কেনাই ভাল।

০৩. বর্তমানে মেমোরি কার্ডের সাথে নিম্নতম ১ বছরের গেরান্টি থাকে। কেনার সময় গেরান্টি কার্ড বুঝে নিবেন এবং কার্ডের গেরান্টি আছে কি না জেনে নিবেন।

০৪. মেমরো কার্ডটি ভালো একটি কোম্পানি দেখে কিনবেন। যেমনঃ স্যামসাং, নকিয়া ইত্যাদি..)

দ্বিতীয়ত্বঃ মেমোরি কার্ড পরিচর্যা ও ব্যবহারের নিয়ম….

মেমোরি কার্ডটিকে ভালো রাখতে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন।

০১. আপনার মেমোরি কার্ডটিকে মাসে অন্তত একবার গ্লাস ক্লিনার দিয়ে সংযোগ স্থানটি ভালোভাবে পরিস্কার করুন। অনেক সময় মোবাইল গরমে ঘেমে মেমোরি কার্ড নষ্ট হয়ে যেতে পারে। সেদিকে লক্ষ রাখা জরুরী।

০২. কখনো মেমোরি কার্ডটি কম্পিউটারে লাগিয়ে বাড়ে বাড়ে ফরম্যাট করবেন না। কারণ এতে মেমোরি কার্ডের কার্যকারিতা কমে যায় এমনকি নষ্ট হয়ে যেতে পারে। প্রয়োজনে মোবাইল দিয়ে ফরম্যাট করবেন।

০৩. মোবাইলে বেশিক্ষণ ভিডিও গান অথবা ভিডিও চিত্র না দেখাই ভালো। কারণ এতে মেমোরি ও ব্যাটারীর উপর চাপ পড়ে।

০৪. মেমোরি কার্ডকে পেনড্রাইভ হিসেবে ব্যবহার না করাই ভালো আর যদি পেনড্রাইভ হিসেবে ব্যবহার করতে হয় তাহলে কার্ড রিডার ব্যবহার না করে বরং মোবাইলের ডাটা কেবল ব্যবহার করুন। আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে এসুবিধাটি নিশ্চয় আপনার ফোনে আছে। তাই মেমোরিতে গান-ভিডিও ঢুকানোর জন্য বাড়ে বাড়ে মোবাইল থেকে মেমোরি কার্ড খোলার প্রয়োজন নেই।

০৫. আপনার ফোন যদি ২ জিবি মেমোরি মেমোরি সমর্থন করে তাহলে তার জন্য এক জিবি কিনবেন এবং মেমোরি কার্ড অর্ধেক লোড করবেন। এতে আপনার মোবাইল হ্যাং করবেনা এবং ধীর গতিও হবে না। কখনো মেমোরি কার্ড ফুল লোড করবেন না এবং বেশি ভিডিও রাখবেন না। এতে মেমোরি কার্ড ও মোবাইল দু-টাই ভালো থাকবে।

০৬. আপনার দরকারী ফাইল ও তথ্য অন্য কোথাও সংরক্ষণ করুন। অর্থাৎ, যেসব সমস্ত ফাইল ও তথ্য হারিয়ে গেলে আপনার কোনো ক্ষতি নেই অথবা আফসোস করতে হবে না। এটি কম খরচে করতে কোন ডিভিডি ডিস্ক এ রাইট করে রাখতে পারেন। অথবা অনলাইন ফাইল শেয়ারিং সাইট গুলো সাহায্য নিতে পারেন। তাতে আপনার মেমোরি কার্ডটি কারণ বশত নষ্ট হয়ে গেলে আপনার হারানো তথ্য ও ফাইল গুলো উদ্ধার করতে পারবেন।

ছোট্ট পরামর্শঃ কোন কারণে যদি আপনার মেমোরি কার্ডের ফাইল ডিলেট হয়ে যায় তাহলে আপনি → ডাটা রিকভারি সফটওয়্যার ←ব্যবহার করে অধিকাংশ ফাইল ফিরিয়ে আনতে পারবেন। এই পদ্ধতি আপনার কেনা মেমোরি কার্ডটি পূর্বে কেউ ব্যবহার করেছে কি না তা জানতে পারবেন। লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে আমাদেরকে সাহায্য করুন।

লিখেছেনঃ সৈয়দ রুবেল (প্রধানঃ আমার বাংলা পোস্ট.কম)

The post মেমোরি কার্ড ভালো রাখার ১০ টি টিপস appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles